Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.
Terms & Condition:
* Safe Entry কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে চুক্তিতে ভিসা করে দেওয়ার গ্যারান্টি প্রদান করে না কিংবা Safe Entry এর কোন কোর্স/ লাইভ ক্লাস করলে ১০০% ভিসা হবে এমন কোন গ্যারান্টি নেই । ভিসা দেওয়ার একমাত্র এখতিয়ার এম্বাসীর। তবে নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আবেদন করলে ভিসা পাওয়ার হার বেড়ে যায় ।
* Safe Entry এর জুম ক্লাস, রেকর্ডেড ক্লাস কিংবা যে কোন প্রোগ্রামের তারিখ এবং সময় এবং নিয়মকানুন পরিবর্তনের এখতিয়ার রাখে ।
* Safe Entry বাংলাদেশের আইন এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক এমন কোন অফার কিংবা চুক্তি গ্রহণ করে না এবং অবৈধ কোন পথে উৎসাহিত করে না ।
* কোভিড -১৯ ভাইরাস কিংবা অন্য কোন অনাকাঙ্ক্ষিত কারণে, বিশ্ববিদ্যালয় অথবা এম্বাসির অন্যান্য কোন কারনে সেশন পরিবর্তন, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া, দেরিতে পাওয়া, বিশ্ববিদ্যালয় / কলেজ এবং এম্বাসির নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে সম্পূর্ণ দায়বদ্ধতা এবং সিদ্ধান্ত উক্ত দেশের কর্তৃপক্ষ এর উপর নির্ভর করবে । এই সকল অনাকাঙ্ক্ষিত বিষয়ের জন্য Safe Entry কোনভাবেই দায়ী থাকবে না ।
* Safe Entry নির্দিষ্ট ফি এর বিনিময়ে প্রশিক্ষণ প্রদান করে এবং স্টুডেন্ট এবং ভিজিট ভিসার ক্ষেত্রে ফাইল প্রসেস করে । কোন ধরনের ওয়ার পারমিট এর কাজ করে না ।
* Safe Entry স্টুডেন্ট কিংবা ভিজিট ভিসায় গিয়ে কোন দেশে অবৈধভাবে থেকে যাওয়া কিংবা কাজ করার কিংবা কাজ খুঁজে দেওয়ার কোন চুক্তি গ্রহণ করে না।
* আমাদের কাছে ( আমাদের তত্ত্বাবধানে) ফাইল প্রসেসিং করলেও ভিসা হবে এমন কোন গ্যারান্টি নেই । আমরা কোনভাবেই ভিসা প্রদান করতে পারি না । আমরা শুধুমাত্র ফাইল প্রসেস করতে পারি । ভিসা দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র সংশ্লিষ্ট এম্বাসির ।